Last Updated: November 30, 2011 12:50

মনিপুরের রাজধানী ইম্ফলে বুধবার বেলা ১১টায় একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৩।
ইম্ফলে হাপতা কাংজেইবাং প্রদর্শনী ময়দানে রাজ্য সরকারের উদ্যোগে সাংগাই পর্যটন মেলার প্রবেশ পথে এই বিস্ফোরণটি ঘটে। মেলা প্রাঙ্গনে আরও একটি সক্রিয় বোমা থাকার সম্ভবনা আছে বলে মনে করছে পুলিস। মেলাটিতে দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন পর্যটক উপস্থিত ছিলেন।
প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে জনৈক রিক্সাচালকের মাধ্যমেই এই বিস্ফোরক ঘটনাস্থলে পৌছন হয়। রিক্সাচালকের নাম মহম্মদ কোরা। বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়।
প্রসঙ্গত, বিস্ফোরণ এলাকার থেকে মাত্র ৫০ মিটার দূরে একটি সভাগৃহ উদ্বোধন করতে আগামী ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর ইম্ফলে আসছেন। কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীও সেই সফরে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
First Published: Wednesday, November 30, 2011, 13:32