গয়ার কাছে রেললাইনে বিস্ফোরণ, মাওবাদী নাশকতার আশঙ্কা

গয়ার কাছে রেললাইনে বিস্ফোরণ, মাওবাদী নাশকতার আশঙ্কা

গয়ার কাছে রেললাইনে বিস্ফোরণ, মাওবাদী নাশকতার আশঙ্কাবিহারে গয়ার কাছে রেললাইনে বিস্ফোরণের জেরে ট্রেন চলাচল বিঘ্নিত। গতকাল রাতে গয়ার কাছে গারু স্টেশনে রেললাইন বিস্ফোরণ হয়। এর ফলে গয়া-মোগলসরাই লাইন ট্রেন চলাচল পুরোপুরি বিপর্যস্ত।

আটকে পড়েছে কলকাতা-রাজধানী এক্সপ্রেস সহ বহু দুরপাল্লার ট্রেন। রেল সূত্রে জানা গেছে, গয়া-মোগলসরাই ডাউন লাইনটি পুরোপুরি বিপর্যস্ত। ঠিক কী কারণে বিস্ফোরণ তা স্পষ্ট না হলেও, প্রাথমিকভাবে মাওবাদী নাশকতার আশঙ্কা করা হচ্ছে।

First Published: Saturday, August 3, 2013, 10:01


comments powered by Disqus