Last Updated: March 9, 2012 21:58

২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলের আসর বসতে পারে ভারতে। বর্তমান পরিকাঠামোয় ফেডারেশন কর্তাদের কাছে বিশ্বকাপ আয়োজন স্বপ্নের মত লাগলেও, ভারত সফরে এসে খোদ ফিফা সভাপতি শ্যেপ ব্লাটারই এই প্রস্তাব দিয়েছেন। ফেডারেশনের শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনায় ব্লাটার পরামর্শ দেন ২০৩০ বিশ্বকাপের জন্য চিনের সঙ্গে যৌথভাবে বিড করতে। দুই মহাশক্তিধর দেশ বিশ্বকাপ আয়োজনের বিড করলে, ফিফা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে বলে জানিয়েছেন ব্লাটার।
২০১৭-য় যুব বিশ্বকাপ ভারতে হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল বলে জানিয়ে গিয়েছেন ব্লাটার।
First Published: Saturday, March 10, 2012, 23:34