Last Updated: March 20, 2014 20:22

ব্লাড ব্যাঙ্কগুলিতে বাড়ছে রক্তের সঙ্কট। নির্বাচনের জন্য বন্ধ রয়েছে প্রায় ৬০ শতাংশ রক্তদান শিবির। ফলে সঙ্কট মোকাবিলায় নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। ভোটদানের মতো রক্তদানও যে জরুরি মানুষকে বোঝাচ্ছেন তাঁরা।
প্রতিবারই গরম কালে বাড়ে রক্তের সঙ্কট। ব্যতিক্রম নয় এ বছরও। তার উপরে লোকসভা ভোট। আদর্শ নির্বাচন বিধি লাগু হওয়ার পর রক্তদান শিবির আয়োজনে সাময়িক ছেদ দিয়েছে রাজনৈতিক দলগুলি। ফলে বাড়ছে সঙ্কট।
পরিসংখ্যান বলছে প্রতিবছরে ১০ লক্ষ ইউনিট রক্তের চাহিদা থাকে বছরে রক্ত সংগ্রহ হয় সাত লক্ষ পঞ্চান্ন হাজার ইউনিট
মাসে রক্ত সংগ্রহের পরিমাণ ৮০ হাজার ইউনিট।
তবে চাহিদার চেয়ে ব্লাড ব্যাঙ্কে রক্তের জোগান থাকে কমই।
বছরে রক্তের ঘাটতি ২ লক্ষ ৪৪ হাজার ৫১৯ ইউনিট
মাসে ঘাটতির পরিমাণ থাকে ২০ হাজার ৩৮২ ইউনিট।
এই মুহূর্তে রক্তের দৈনিক ঘাটতির পরিমান ৬৪০ ইউনিট।
ভোটের জন্য প্রায় ৬০ শতাংশ রক্তদান শিবির বন্ধ রয়েছে।
রক্তের সঙ্কট মেটাতে প্রচারে নেমেছে স্বেচ্ছাসেবি সংগঠনগুলি। ভোটদানের মতো রক্তদানও যে জরুরি মানুষে বোঝাচ্ছেন তারা।
First Published: Thursday, March 20, 2014, 20:22