Last Updated: June 7, 2014 09:36

অপরেশন ব্লু স্টারের ৩০ তম বর্ষপূর্তির দিন অমৃতসরে স্বর্ণ মন্দিরে শিখ সম্প্রদায়ের দুই গোষ্ঠীর মধ্যের সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত ২৮ জনের মধ্যে ২১ জনকে গ্রেফতার করল পুলিস। ৭ জনের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস।
গতকালের ঘটনায় এক শিশু সহ ১০ জন আহত হন।
অপরেশন ব্লু স্টারের ঠিক ৩০ বছর পর শুক্রবার ফের আরও একবার হিংসায় কেঁপে উঠল অমৃতসরের স্বর্ণ মন্দির।
সূত্রের খবর অনুযায়ী। শিরোমণি আকালি দল (অমৃতসর)-এর নেতা সিমরানজিত সিং মান আজ আকাল তখত থেকে বক্তৃতা দেওয়ার সময় তাঁকে বাধা দেয় শিরোমণি আকালি দলের অধিনে থাকা শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির (এসজিপিসি) লোকজন।
মান সমর্থকরা এই ঘটনায় ক্ষেপে ওথে। তাদের মধ্যে একজন আকাল তখতের জাঠ্রধর জিয়ানি গুরবচন সিংয়ের হাত থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন।
এসজিপিসি-এর স্বর্ণ মন্দিরের বাহিনী মান সমর্থকদের উপর হামলা চালায়। এরপর দু`পক্ষই লাঠি আর খোলা তলোয়ার নিয়ে পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ে।
শুক্রবার সকালে অপরেশন ব্লু স্টারের ৩০ বছর উপলক্ষে ধর্মীয় স্মরণসভার কিছু ক্ষণের মধ্যেই হিংসা ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় এক শিশু সহ ১০জন আহত হয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপরও হামলা হয়।
First Published: Saturday, June 7, 2014, 09:36