Last Updated: March 17, 2013 17:59

জাহাজের সঙ্গে ধাক্কায় হুগলি নদীতে তলিয়ে গেল একটি যাত্রীবাহি নৌকা। নৌকাডুবিতে কমপক্ষে পাঁচ জন নিখোঁজ। উদ্ধারের কাজ এখনও চলছে।
আজ দুপুর দুটো নাগাদ দক্ষিণ ২৪ পরগনার পূজালির ইন্দিরাঘাট থেকে ৩০ জন যাত্রী নিয়ে হাওড়ার চেঙাইলের দিকে রওনা হয় মোটর চালিত নৌকাটি। মাঝনদীতে নৌকার মোটরের তেল শেষ হয়ে যায়। নৌকার সঙ্গে ধাক্কা লাগে নদীতে দাঁড়িয়ে থাকা একটি জাহাজের। নদীতে তলিয়ে যায় যাত্রী সমেত নৌকা।
First Published: Sunday, March 17, 2013, 17:59