২০১৬ মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে হিলারির বিরুদ্ধে লড়বেন ভারতীয় বংশোদ্ভূত ববি!

২০১৬ মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে হিলারির বিরুদ্ধে লড়বেন ভারতীয় বংশোদ্ভূত ববি!

২০১৬ মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে হিলারির বিরুদ্ধে লড়বেন ভারতীয় বংশোদ্ভূত ববি!ফিসফাসটা চলছিলই। এবার সেটা উস্কে দিলেন এমন একজন যার কথা এখন খুই গুরত্বপূর্ণ। ভারতীয় বংশোদ্ভূত ববি জিন্দকে ববি জিন্দলকে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে দেখতে পাওয়া যাবে বলে জানালেন এক মার্কিন সেনেটর। ববির ম্যাজিকে ভর করেই আমেরিকায় ফের রিপাবলিকান রাজ ফেরাতে চাইছে পার্টির একটা বড় অংশ। আর তাই হয়তো ২০১৬ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে দেখা যেতে পারে এক ভারতীয় বংশোদ্ভূতকে।

লুইজিয়ানার ভারতীয় বংশোদ্ভূত গভর্নর ববি জিন্দল ২০১৬-র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার স্বপ্ন দেখছেন বলে জানিয়েছেন লুইজিয়ানারই রিপাবলিকান সেনেটর ডেভিড ভিট্টার।
ভিক্টরের কথা খুবই গুরত্বপূর্ণ ধরা হচ্ছে কারণ তাঁর দলে প্রভাব বিস্তর। ভিট্টরের দারুণ পছন্দের পাত্র ববি। ভিট্টার ববির হয়ে দলে জোর সওয়াল করছেন। ২০১৬ বারাক ওবামা আর প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না। ডেমোক্রেট প্রার্থী হতে পারেন হিলার ক্লিনটন। কাজের লোক ও দক্ষ প্রশাসক হিসাবে ববির সুনামই হিলারির বিরুদ্ধে সেরা হাতিয়ার হবে বলে মনে করা হচ্ছে।

২০১৫-য় লুইজিয়ানার গভর্নর হিসাবে দ্বিতীয় মেয়াদ পূর্ণ করছেন ববি। তৃতীয়বারের জন্য তিনি গর্ভনর পদে লড়তে পারবেন না ।

২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জল্পনা এর আগে ববি নিজেও উড়িয়ে দেননি। তবে তাঁর মন্তব্য ছিল, সেটা এখনই বলার সময় আসেনি। ভিট্টার জানাচ্ছেন, জানুয়ারিতেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে।

First Published: Monday, December 23, 2013, 19:23


comments powered by Disqus