বুদ্ধগয়ায় সোনিয়া, বিস্ফোরণের তদন্তে এনআইএ

বুদ্ধগয়ায় সোনিয়া, বিস্ফোরণের তদন্তে এনআইএ

বুদ্ধগয়ায় সোনিয়া, বিস্ফোরণের তদন্তে এনআইএবিহার পুলিসের পরিবর্তে এবার মহাবোধি মন্দিরে বিস্ফোরণের ঘটনার তদন্ত করবে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে এখবর জানা গিয়েছে। এদিকে আজই ঘটনাস্থল পরিদর্শনে করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। প্রাথমিক তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতেই তাঁদের এই জরুরি পরিদর্শন। তদন্তকারী সংস্থার শীর্ষ আধিকারিকদের  সঙ্গেও কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

গতকালই ঘটনাস্থল পরিদর্শন করেন বিজেপি সভাপতি রাজনাথ সিং, বিজেপি নেতা অরুন জেটলি সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে এক মহিলা সহ  চারজনকে আটক করে পুলিস। মহাবোধি মন্দিরের সামনে একটি হোটেল থেকে ওই চারজনকে আটকে করে বিহার পুলিস। তবে তথ্য প্রমাণের অভাবে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।  

First Published: Wednesday, July 10, 2013, 12:44


comments powered by Disqus