Bodoland: 10 killed in fresh violence in Assam’s Kokrajhar and Baska

কোকড়াঝাড়ে বড়ো জঙ্গিদের হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১২

অসমের কোকড়াঝাড়ে বড়ো জঙ্গিদের হামলায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ১২। গতকাল থেকে কোকড়াঝাড়ের বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা চালায় জঙ্গিরা। তুলসী বিলে জঙ্গিদের গুলিতে ৪ মহিলা ও ২ শিশু সহ ৭ জনের মৃত্যু হয়।

অন্যদিক বাকসায় হামলায় ৪ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আধা সেনা মোতায়েন করা হয়েছে। সেনা বাহিনীকেও সতর্ক থাকতে বলা হয়েছে। ২০১২তেও সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল এই এলাকা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই ঘটনার সঙ্গে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের কোনও সম্পর্ক নেই। তবে বেসরকারি সূত্র জানানো হয়েছে, কোনও নির্দিষ্ট দলের প্রার্থীকে ভোট না দেওয়ার জন্যই এই হামলা অসমে।

গতকাল সন্ধে ৭টায় হিংসায় ৩ জনের মৃত্যু হওয়ার পর বড়োল্যান্ডের আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়ে নেন অসম পুলিসের আই জি এল আর বিশোনি। এই ঘটনায় পেছনে এন ডি এফ বি (এস) এর জঙ্গিরা রয়েছে বলে অনুমান প্রশাসনের।

First Published: Friday, May 2, 2014, 17:20


comments powered by Disqus