Last Updated: September 1, 2012 19:53

প্রেসিডেন্সি জেল থেকে পলাতক বন্দির দেহ উদ্ধার হল বারাসতে রেললাইনের ধার থেকে। বৃহস্পতিবার বারাসতের কাজিপাড়ায় রেল লাইনের ধারে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিসে। এরপর পুলিস ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে দেয়। গতকাল মৃত্যু হয় তার। এরপরই দেহটি মহম্মদ সবুঝ নামে পলাতক বন্দির বলে সনাক্ত করে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।
পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিস নিশ্চিত, দুর্ঘটনার জেরেই মৃত্যু হয়েছে তার। গত মঙ্গলবার প্রেসিডেন্সি জেলের সেন্ট্রাল কিচেনের ছাদ থেকে তার বেয়ে পালিয়ে যায় মহম্মদ সবুঝ এবং মহম্মদ আলি মণ্ডল। বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশের দায়ে দুজনের বিরুদ্ধে মামলা চলছিল।
First Published: Saturday, September 1, 2012, 19:53