Last Updated: April 26, 2014 12:09
এক তরুণী মডেলকে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন বলিউড অভিনেতা ইন্দর কুমার শরাফ। নির্যাতিতা তরুণীর অভিযোগ, তাঁকে সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেওয়ার কথা বলে গত বুধবার থেকে আন্ধেরির বাড়িতে আটকে রেখেছিলেন ইন্দর কুমার। সেসময়ই তাঁকে দুবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ২২ বছরের ওই মডেল।
এছাড়াও বলিউড অভিনেতার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগও এনেছেন তিনি। ধৃত ইন্দরকুমারের বিরুদ্ধে ধর্ষণ, শারীরিক আঘাত করা সহ একাধিক ধারায় অভিযোগ এনেছে পুলিস। আজ তাঁকে আদালতে তোলা হবে। মাসুম, ওয়ান্টেড, খিলাড়িও কা খিলাড়ির মত একাধিক ছবিতে অভিনয় করেছেন ইন্দর কুমার শরাফ।
First Published: Saturday, April 26, 2014, 12:09