Last Updated: October 8, 2013 16:19

নায়িকা থেকে রাতারাতি খলনায়িকা বনে গেলেন বলিউডের উঠতি মুখ অঞ্জুম নায়ার। প্রতিবেশীদের আপত্তি তারস্বরে গান চালানোয় তাঁর বাড়িতে হানা দেয় পুলিস। এরপর অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিস তাঁকে হেফাজতে নেয়। জরিমানার টাকা জমা দেওযার পর অবশ্য পুলিস অঞ্জুমকে ছেড়ে দেয়।
কিন্তু পুলিসের সঙ্গে এরপর দুর্ব্যবহার করেন বলিউড অভিনেত্রী। পুলিসের গায়ে হাত দেওয়া ও অশ্রাব্যভাষায় গালাগালি দেওয়ার অভিযোগও ওঠে অঞ্জুম নায়ারের বিরুদ্ধে। ফের তাঁকে পুলিস গ্রেফতার করে। মানে ১২ ঘণ্টার মধ্যে দুবার গ্রেফতার হলেন অঞ্জুম। ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ নম্বর ধারা সহ আরও চারটি মামলায় অঞ্জুমকে গ্রেফতার করা হয়েছে।
দু বছর আগে জ্যাকি শ্রফের বিপরীতে বলিউডে অভিষেক হয় অঞ্জুমের। `কভার স্টোরি` নামের সেই সিনেমায় বেশকিছু খোলামেলা দৃশ্যে অভিনয় করেন অঞ্জুম নায়ার।
First Published: Tuesday, October 8, 2013, 16:19