Last Updated: December 11, 2013 21:44

সমকামিতাকে অপরাধ বলল সুপ্রিম কোর্ট। টুইটারে ভালবাসার অধিকার নিয়ে প্রশ্ন তুলল বলিউড-
অনুপম খের: যখন আমরা মঙ্গলে যাত্রা করছি তখনও সাম্যে বিশ্বাস করি না। ৩৭৭ ধারাই তা প্রমাণ করে।
সোনু নিগম: সুপ্রিম কোর্টের বিচারকরা ঠিক করে দেবে এলজিবিটিরা কার সঙ্গে সম্পর্কে যাবে। আমি চাইব তাদের জন্য যৌনসঙ্গী খুঁজে দিতে। উট চলবে?
মধুর ভান্ডারকর: ঠিক যখন ভাবতে শুরু করেছিলাম যে আমরা ভবিষ্যতের দিকে এগোচ্ছি, তখনই শীর্ষ আদালতের রায় শুনে মনে হল আমরা প্রস্তর যুগে রয়েছি। হতাশা যথেষ্ট যুক্তিযুক্ত।
কুনাল কোহলি: ১১/১২/১৩ তারিখে সুপ্রিম কোর্ট মধ্যযুগে ফিরে গেল।
দিয়া মির্জা: আমি লজ্জিত। #৩৭৭ ধারা-এর থেকে বেশি ভয়ঙ্কর কিছু হতে পারে না যে গণতান্ত্রিক দেশের দণ্ডবিধিই এতটা অগণতান্ত্রিক।
সেলিনা জেটলি: আজকের রায় সেইসব লজ্জাজনক রায়ের মধ্যে পড়ে যেখানে নিম্নতর আদালতের রায়কে অপমান করেছে শীর্ষ আদালত। মানুষকে রক্ষা করতে আইন তৈরি হয়েছে। কিন্তু ৩৭৭ ধারা মানুষকে ব্ল্যাকমেল করছে, অপমান করছে, অধিকার খর্ব করছে।
সিদ্ধার্থ: এলজিবিটি কমিউনিটির প্রিয় বন্ধুরা, এরপর যখনই মহান ভারত নিয়ে কেউ কিছু বলতে আসবে, তাদের মুখের ওপর জবাব দিও।
রীতেশ দেশমুখ: শীর্ষ আদালতের অবিচার।
পুনম পান্ডে: যদি মানুষের মৌলিক অধিকারে কোনও আঘাত না আসে, তবে মানুষ শোয়ার ঘরে কী করছে তাতে সরকারের কী এসে যায়?
নেহা ধুপিয়া: #৩৭৭ ভালবাসা কী করে বেআইনি হয়?
শ্রুতি হাসান: ৩৭৭ ধারা ভয়ঙ্কর। ভালবাসা কী করে অন্য কেউ নির্ধারণ করে দিতে পারে? মানুষের অধিকারই আর আইনত সিদ্ধ রইল না।
First Published: Wednesday, December 11, 2013, 21:44