Last Updated: June 1, 2012 16:34

অলিম্পিকের আগে ফের স্বমহিমায় উসেন বোল্ট। বৃহস্পতিবার রোমে ডায়মন্ড লিগ মিটে ৯ দশমিক ৭৬ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করেন তিনি। একশো মিটার দৌড়ে এটাই এবছরের সেরা সময়। ৯ দশমিক ৯১ সেকেন্ডে দৌড় শেষ করে ডায়মন্ড লিগ মিটে দ্বিতীয় হয়েছেন আসাফা পাওয়েল।
গত সপ্তাহে একটি প্রতিযোগিতায় প্রথম হলেও ১০ দশমিক ০৪ সেকেন্ডে একশো মিটার দৌড় শেষ করেছিলেন বোল্ট। এটাই ছিল বিশ্বরেকর্ডের অধিকারী বোল্টের গত ৩ বছরে সবচেয়ে খারাপ সময়। লন্ডন অলিম্পিকের আগে একশো মিটার শেষ করতে ১০ সেকেন্ডের বেশি সময় নেওয়ায় তাঁকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শুক্রবার চলতি বছরে সবচেয়ে কম সময়ে একশো মিটার শেষ করে সমালোচকদের মুখ বন্ধ করার পাশাপাশি সমর্থকদের আশ্বস্ত করলেন জামাইকান স্প্রিন্টার।
First Published: Friday, June 1, 2012, 16:34