বিশ্ব জিতে ঘুমিয়ে কাদা বোল্ট

বিশ্ব জিতে ঘুমিয়ে কাদা বোল্ট

Tag:  bolt
বিশ্ব জিতে ঘুমিয়ে কাদা বোল্টএমনই তিনি। বেজিং অলিম্পিকে সোনা জয়ের রেকর্ড গড়ার পরদিন বন্ধুর থেকে বার্গার কেড়ে খেয়ে নিয়েছিলেন। লন্ডন অলিম্পিকে ট্রাকে নামার আগে বান্ধবী দুষ্টুমিষ্টি এসএমএস পাঠিয়ে ছিলেন। আর ২০১৩ মস্কোর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর ঘুমিয়ে কাটালেন উসেইন বোল্ট।

গোটা বিশ্ব যখন তাঁর জাদুতে আচ্ছন্ন, তখন বোল্ট ঘুমে আচ্ছন্ন। এ দিন সকালে কথা ছিল বেশ কয়েকজন সাংবাদিককে একান্ত সাক্ষাত্‍কার দেবেন, সেইমত সকালেই পেশার তাগিদে বোল্টের কাছে পৌঁছে গেছিলেন সাংবাদিকরা। কিন্তু বোল্ট তখন ঘুমের দেশে। চিতাবাঘের মত দৌড়ে সবার ঘুম কেড়ে বোল্ট ঘুমিয়েই কাটালেন।

১০০ মিটার বিশ্বজয়ের পর বিশ্বের দ্রুততম মানব এ বার ইতিহাস ছুঁতে নামবেন ২০০ মিটারে। শুক্রবার বোল্টের ২০০ মিটার সোনা জয়ের ল়ডাই।

ডোপিং বিতর্ক কাটিয়ে ফের স্বমহিমায় উসেইন বোল্ট। মস্কোর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের একশো মিটার দৌড়ে সোনা জিতলেন জামাইকার ক্রীড়াবিদ। সময়
নিলেন ৯.৭৭ সেকেণ্ড যা চলতি মরশুমে এক নয়া নজির সৃষ্টি করল। দ্বিতীয় স্থানে আমেরিকার জাস্টিন গ্যাটলিন। একশো মিটার অতিক্রম করতে তিনি নিলেন ৯.৮৫ সেকেণ্ড।

তিন নম্বরে বোল্টের সতীর্থ, জামাইকারই নেস্টা কার্টার। তিনি নিয়েছেন নয় দশমিক নয় পাঁচ সেকেণ্ড।  সপ্তাহ খানেক আগে ডোপ টেস্টে উত্তীর্ণ হচে ব্যর্থ হন আমেরিকার দুই ক্রীড়াবিদ টাইসন গে এবং আসাফা পাওয়েল। তবে সব কেলেঙ্কারিকে উপেক্ষা করে এবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন উসেইন বোল্ট। এর আগে পুরুষদের দুশো মিটারেও সোনা জিতেছেন তিনি।





First Published: Monday, August 12, 2013, 12:23


comments powered by Disqus