Last Updated: July 13, 2013 20:42

বোল্টের গতিকে জবাব দেওয়ার লোক চলে এল! নাম পিয়ের-এমেরিক-অবামেয়াং। দেশ গ্যাবন। কিন্তু অবামেয়াংয়ের সঙ্গে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কোনওদিনই লড়াইয়ে নামতে হবেনা উসেইন বোল্টকে। কারণ অবামেয়াং হলেন বরুসিয়া ডর্টমুন্ডের নতুন ফুটবলার। গ্যাবনের স্ট্রাইকার পিয়ের-এমেরিক-অবামেয়াংয়ের গতি ইতিমধ্যেই চমকে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডকে।
গ্যাবনিজ স্ট্রাইকার মাত্র ৩.৭ সেকেন্ডে ৩০ মিটার দৌড়ন। সেই নিরিখে ১০০ মিটার দৌঁড়ে বোল্টের .১ সেকেন্ড আগে দৌঁড় শেষ করবেন অবামেয়াং। এই গতি দেখে চোখ কপালে উঠেছে বরুসিয়া কর্তাদের। লেওয়নডস্কিকে নিয়ে টানাটানির মধ্যেই বরুসিয়া ডর্টমুন্ড সংসারে এই নতুন অতিথিকে নিয়ে আলোচনা তুঙ্গে। ইতিমধ্যই বোল্টের গতিকে চ্যালেঞ্জ জানানোর ফলে ফুটবলবিশ্ব অপেক্ষায় পৃথিবীর সেরা গতিময় ফুটবলারের ফুটবল ঝড় দেখার জন্য।
First Published: Saturday, July 13, 2013, 20:42