অ্যাথলেটিক্স ছেড়ে ফুটবল খেলবেন বোল্ট

অ্যাথলেটিক্স থেকে অবসর নিয়ে ফুটবল খেলবেন বোল্ট

অ্যাথলেটিক্স থেকে অবসর নিয়ে ফুটবল খেলবেন বোল্টঅ্যাথলেটিক্স থেকে অবসর নিয়ে ফুটবল খেলবেন। এমনটাই সিদ্ধান্ত উসেইন বোল্টের। ২০১‍৬ অলিম্পিকের পর ট্র্যাক এন্ড ফিল্ড থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিংবদন্তি এই স্প্রিন্টার। তারপর ফুটবলকে কেরিয়ার হিসাবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রেসের ট্র্যাক ছেড়ে আগে লং জাম্প বেছে নেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু লং জাম্পে হাঁটুর উপর চাপ পড়ে বলেই ফুটবল বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বোল্ট।





First Published: Thursday, October 25, 2012, 20:53


comments powered by Disqus