ফের রক্তাক্ত পাকিস্তান, পেশোয়ারে বাসের মধ্যে বিস্ফোরণে মৃত ১৭

ফের রক্তাক্ত পাকিস্তান, পেশোয়ারে বাসের মধ্যে বিস্ফোরণে মৃত ১৭

ফের রক্তাক্ত পাকিস্তান, পেশোয়ারে বাসের মধ্যে বিস্ফোরণে মৃত ১৭সন্ত্রাসের থাবায় ফের রক্তাক্ত পাকিস্তান। শুক্রবার পেশাওয়ারে বাসের মধ্যে বিস্ফোরণে কমপক্ষে ১৭জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৩০। নিহতেরা সকলেই সরকারি কর্মচারি ।

প্রায় ৫০জন সরকারি কর্মচারিকে নিয়ে বাসটি পেশাওয়ার থেকে চারসাড্ডা যাচ্ছিল ওই বাসের মধ্যেই বিস্ফোরক রাখা ছিল বলে পুলিসের অনুমান । এই ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন । গত সপ্তাহেই পেশাওয়ারের একটি গির্জায় মানববোমা হামলায় ৮১জনের মৃত্যু হয়েছে ।

First Published: Friday, September 27, 2013, 19:13


comments powered by Disqus