রিষড়ায় বোমা বিস্ফোরণে মৃত এক, আহত পাঁচ

রিষড়ায় বোমা বিস্ফোরণে মৃত এক, আহত পাঁচ

রিষড়ায় বোমা বিস্ফোরণে মৃত এক, আহত পাঁচব্যাগ খুলতেই বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হল একজনের। গুরুতর জখম পাঁচজন। ঘটনাটি ঘটেছে হুগলির রিষড়ার রেলপার্ক এলাকায়। গত মাসের ৩০ তারিখ একটি বিয়েতে অংশগ্রহণ করতে গয়া যান জীতেন্দ্র, রেখা, সোনু, হিমাংশু, বিট্টু এবং পিন্টু সিং। এঁরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য। জীতেন্দ্র এবং রেখা স্বামী-স্ত্রী। সোনু রেখার ভাই। হিমাংশু, বিট্টু এবং পিন্টু, জীতেন্দ্র-রেখার তিন সন্তান। দু তারিখ গয়া থেকে বাড়ি ফেরেন তাঁরা।

আজ সকালে ব্যাগ খুলতে গেলেই বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় সোনু সিং-এর। গুরুতর জখম হন পাঁচজন। তাঁদের শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সিং পরিবারের বড়বাজারে কাপড়ের ব্যবসা রয়েছে। পুলিসের অনুমান, ট্রেনে অন্য কারও সঙ্গে ব্যাগ বদল হয়ে যায় তাদের। আপাতত বাড়িটি ঘিরে রেখেছে পুলিস। পৌঁছেছে বম্ব স্কোয়াড।






First Published: Sunday, May 5, 2013, 13:24


comments powered by Disqus