Last Updated: April 2, 2014 23:16
মাটি খুঁড়তেই উদ্ধার হল ৩০০ তাজা বোমা। এঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের সেকেন্দ্রা গ্রামে। অন্যদিকে বাঁকুড়ার সারেঙ্গায় গত রাতে অভিযান চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ, জিলেটিন স্টিক উদ্ধার করেছে যৌথবাহিনী। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা সন্ত্রাসকবলিত এলাকা হিসাবেই পরিচিত। অভিযোগ, কোনও নির্বাচনেই নির্বিঘ্নে ভোট দিতে পারেন না এই এলাকার মানুষজন।
বুধবার সকালে সেকেন্দ্রারই লালমান্ডিয়া গ্রামের একটি বাড়ির সামনে মাটি খুঁড়ে বোমা উদ্ধার করল পুলিস। লোকসভা ভোটের মুখে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কে গোটা গ্রাম। বাসিন্দাদের আশঙ্কা, এত বোমা একসঙ্গে মজুতের পিছনে রয়েছে কোনও সন্ত্রাসেরই প্রস্ততি। জেলা পুলিসের তরফে জানানো হয়েছে, সেকেন্দ্রা ও পাশ্ববর্তী গিরিয়া অঞ্চলে তল্লাসি আরও কিছুদিন চলবে।
মঙ্গলবার সন্ধেয় বিশেষ সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার সারেঙ্গায় অভিযানে নামেন নযৌথবাহিনীর জওয়ানরা। ভালুকচিরার জঙ্গলে মাটির তলা থেকে উদ্ধার হয় সতেরোটি আগ্নেয়াস্ত্র, পাঁচটি গ্রেনেড, পঁচিশটি জিলেটিন স্টিক, চোদ্দটি ডিটোনেটর, নশো আশিটি তাজা কার্তুজ, চৌত্রিশটি কার্তুজের খোল, তার এবং একটি ব্রিফকেস। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে রয়েছে বেশ কয়েকটি রাইফেল, স্টেনগান, কার্বাইন, একনলা ও দোনলা বন্দুক এবং কয়েকটি পিস্তল। পুলিসের দাবি, এই অস্ত্রগুলি অনেক আগেই মজুত করা হয়ে থাকতে পারে।
First Published: Wednesday, April 2, 2014, 23:16