ভুয়ো বোমাতঙ্কে রাতভর ব্যাহত ট্রেন চলাচল

ভুয়ো বোমাতঙ্কে রাতভর ব্যাহত ট্রেন চলাচল

ভুয়ো বোমাতঙ্কে রাতভর ব্যাহত ট্রেন চলাচলভুয়ো বোমাতঙ্কের জেরে রাতভর ট্রেনচলাচল বন্ধ রইল পূর্বমধ্য রেলের ধানবাদ ডিভিশনে। রবিবার রাত একটা নাগাদ হাজারিবাগ রোড স্টেশনের কাছে লাইনের ওপর একটি তার জড়ানো কৌটো দেখতে পান রেলের কর্মীরা। এরপরেই আপ এবং ডাউন দুই শাখাতেই ট্রেনপরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এরপর আজ ভোর পাঁচটা নাগাদ ধানবাদ থেকে রেলের বম্ব স্কোয়াডের একটি দল ঘটনাস্থলে পৌঁছোয়। তার সমেত কৌটোতে কিছুই ছিল না বলে জানায় বম্ব স্কোয়াড। এরপর সাড়ে ছটা নাগাদ রেলচলাচল স্বাভাবিক হয়।  রাতভর ট্রেন বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হন দুরপাল্লার যাত্রীরা। ভোরে রেলকর্তৃপক্ষের তরফে যাত্রীদের জানানো হয় লাইনে সমস্যার জেরেই বন্ধ রয়েছে ট্রেনচলাচল।

First Published: Monday, November 28, 2011, 09:09


comments powered by Disqus