বোমাতঙ্কের খবরে চাঞ্চল্য মানি স্কোয়ারে

বোমাতঙ্কের খবরে চাঞ্চল্য মানি স্কোয়ারে

বোমাতঙ্কের খবরে চাঞ্চল্য মানি স্কোয়ারেফোনে বোমাতঙ্কের খবরে চাঞ্চল্য ছড়াল বাইপাসের ধারে মানি স্কোয়ার শপিং মলে। বুধবার দুপুরে মানি স্কোয়ার শপিং মলে একটি উড়ো ফোন আসে। শপিং মলের দোতলায় বোমা রাখা আছে বলে ফোনে দাবি করা হয়।

সেইসময় শপিং মলে বহু মানুষ উপস্থিত ছিলেন। দ্রুত খালি করে দেওয়া হয় মল। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। পুলিস কুকুর এনে তল্লাসি শুরু হয়। এখনও পর্যন্ত যদিও সন্দেহজনক কিছু মেলেনি। উড়ো ফোনটি সল্টলেক স্টেট জেনারেল হাসপাতালের বুথ থেকে করা হয়েছিল বলে জানতে পেরেছে পুলিস।







First Published: Wednesday, March 28, 2012, 16:04


comments powered by Disqus