Last Updated: January 28, 2014 18:55
দিনে দুপুরে বোমাবাজির জেরে উত্তপ্ত হয়ে উঠল বৌবাজার এলকা। আজ দুপুরে দুই গোষ্ঠীর বোমাবাজিতে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। আতঙ্কের জেরে বন্ধ হয়ে যায় দোকানপাট। বোমার আওয়াজে মানুষজনের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, সোমেন মিত্র কংগ্রেস যোগ দেওয়ার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে কংগ্রেস সমর্থকেরা। তারাই এদিন বোমাবাজি করে। তবে কংগ্রেস নেতাদের পাল্টা অভিযোগ, সোমেন মিত্র কংগ্রেসে ফেরার পর থেকেই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূলই। বোমার আওয়াজের বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে যায় পুলিস।
দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
First Published: Tuesday, January 28, 2014, 18:55