অফিস টাইমে বনগাঁ এবং মেন সেকশনে আরও বেশকিছু বারো বগির ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক

বারো বগির বনগাঁ চালিয়ে গিফট অধীরের

বারো বগির বনগাঁ চালিয়ে গিফট অধীরেরঅফিস টাইমে বনগাঁ এবং মেন সেকশনে আরও বেশকিছু বারো বগির ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকরী হতে শুরু করেছে। এর আগে দু চারটি বারো বগির ট্রেন চালানো হলেও তা  একসময় থমকে যায়।

এরপর সাধারণ যাত্রীদের থেকে অভিযোগ পাওয়ার পর আরও বেশি করে ১২ বগির ট্রেন চালানোর সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। তিনি জানিয়েছেন, এখন শুধুমাত্র অফিস টাইমে ১২ বগি চললেও দ্রুত সব ট্রেনই ১২ বগির করার কথা ভাবছে রেলমন্ত্রক।

First Published: Wednesday, December 26, 2012, 20:40


comments powered by Disqus