লাইনচ্যুত বনগাঁ লোকালের একটি বগি

লাইনচ্যুত বনগাঁ লোকালের একটি বগি

লাইনচ্যুত বনগাঁ লোকালের একটি বগি বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল আপ বনগাঁ লোকাল। বনগাঁ স্টেশনে ঢোকার মুখে শনিবার আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটির শেষের দিকের একটি বগি।

তখন সকাল প্রায় সাতটা। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ওই লাইনে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়াররা। তবে স্টেশনে ঢোকার মুখে ট্রেনটির গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা। ঘটনার জেরে সকালের দিকে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয় শিয়ালদা-বোনগাঁ শাখায়।

First Published: Saturday, September 29, 2012, 23:04


comments powered by Disqus