Last Updated: June 3, 2014 15:10

বন্ধ করে দেওয়া হল মেঘা কুমার রচিত কমিউনালিজম অ্যান্ড সেক্সুয়াল ভায়োলেন্স: আমেদাবাদ সিন্স ১৯৬৯ বইয়ের প্রকাশনা। এপ্রিল মাসে বই বিক্রি বন্ধ হয়ে য়াওয়ার পর প্রকাশকরা নিজেই বন্ধ করে দিলেন বইয়ের প্রকাশনা। মেঘা কুমারকে লিখিত ভাবে বলা হয়েছে বইয়ের বিষয়বস্তু ও তথ্য খতিয়ে দেখে পুনর্বিবেচনার করার প্রয়োজন রয়েছে।
প্রকাশক সংস্থা ওরিয়েন্ট ব্ল্যাকসোয়ান জানিয়েছে তাদের ওয়েবসাইটের নিউ বুকস অ্যান্ড ইভেন্টসের তালিকায় অন্যান্য বইয়ের সঙ্গে পাওয়া যাবে এই বইও। দীনানাথ বাত্রার চিঠির ভিত্তিতে ওয়েন্ডি ডনিগার রচিত হিন্দুত্ববাদের ওপর বই নিষিদ্ধ করা হয়েছিল আগেই। গত ১৬ মে চিঠিতে ওরিয়েন্ট ব্ল্যাকসোয়ান মেঘা কুমারকে লিখেছে, অক্সফোর্ডের রোডস্কলার দীনানাথ বাত্রা তাদের লিখেছেন গত ১০ বছর ধরে প্রকাশিত শেখর বন্দ্যোপাধ্যায় রচিত পাঠ্যবই পলাশি টু পার্টিশন: আ হিসট্রি অফ মডার্ন ইন্ডিয়া-র মধ্যে আপত্তিজনক তথ্য রয়েছে।
অন্যদিকে, প্রকাশনা সংস্থার আবেদনের উত্তরে মেঘা কুমার জানিয়েছেন রিভিউ ও কপিএডিটিংয়ের পর বইয়ের প্রথম খসড়া তিনি জমা দিয়েছিলেন গতবছর জুন মাসেই। চলতি বছরের মার্চ মাসে বই ছাপতে যায়। ১৫ এপ্রিল বই প্রকাশের কথা ছিল। সেক্ষেত্রে এখন তথ্য খতিয়ে দেখার প্রশ্ন নিয়ে আপত্তি তুলেছেন মেঘা। ১৯৬৯, ১৯৮৫ ও ২০০২ সালে গুজরাত দাঙ্গার সময় ধর্মীয় ও যৌন ভয়াবহতা জায়গা করে নিয়েছে। দক্ষিণ এশিয়ার স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য পাঠ্যবই।
First Published: Tuesday, June 3, 2014, 15:10