Last Updated: February 1, 2014 19:00

তিনি নেই। আবার আছেনও। এবারের বইমেলায় দারুণভাবে উপস্থিত মহানায়িকা সুচিত্রা সেন। মৃত্যুর পরে, তাঁর অজানা জীবন সম্পর্কে জানার কৌতূহল যেন আরও বেড়ে গিয়েছে। বিভিন্ন স্টলে রয়েছে তাঁর ওপর লেখা বই। তৈরি হয়েছে আলাদা একটা প্যাভিলিয়ন। সব মিলিয়ে, এবারের বইমেলা সুচিত্রাময়।
বইমেলার ঠিকানা তখন ছিল ময়দান। লেখক এবং সাংবাদিক অমিতাভ চৌধুরীর সঙ্গে একবার সেই বইমেলায় এসেছিলেন সুচিত্রা সেন। কিন্তু ভক্তরা চিনে ফেলায় শুরু হয় বিপত্তি। উৎসাহীদের ভিড় বাড়তে থাকায় বইমেলা ছেড়ে চলে গিয়েছিলেন মহানায়িকা।
ময়দান থেকে বইমেলার ঠিকানা বদলেছে অনেকদিনই। মহানায়িকার ঠিকানা বদলে গিয়েছে কয়েক দিন আগে। এবারের বইমেলা তাই সুচিত্রাময়। তিন দশকের বেশি সময় অন্তরালে থাকা মহানায়িকাকে নিয়ে কৌতূহলের শেষ নেই। সেই অজানা জীবনের নানা দিক তুলে ধরতে, বইমেলায় হাজির সুচিত্রা সেনকে নিয়ে লেখা বিভিন্ন লেখকের বই।
মহানায়িকার স্মরণে আলাদা একটি প্যাভিলিয়নও হয়েছে বইমেলায়।
First Published: Saturday, February 1, 2014, 19:00