শনির দশা চলা বুকিদের চ্যাম্পিয়ন্স লিগেও বড় ক্ষতি

শনির দশা চলা বুকিদের চ্যাম্পিয়ন্স লিগেও বড় ক্ষতি

শনির দশা চলা বুকিদের চ্যাম্পিয়ন্স লিগেও বড় ক্ষতিবুকিদের এখন সময়টা ভাল যাচ্ছে না। আইপিএলে কেচ্ছায় জড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার হচ্ছেন বুকিরা। ফুটবলের দুনিয়াতেও বুকিরা ভাল নেই। বিদেশে বেটিং আইনসিদ্ধ, তবে তাদের ব্যবসায় শনির দশা চলছে।

বিদেশে বেটিং আইনসিদ্ধ। তাই রমরম করে বেটিং হয়েছে ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালকে ঘিরে। তাতে বায়ার্ন কোনওক্রমে জেতায় সেখানকার বুকিদের বেশ ক্ষতি হয়েছে। ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। কিন্তু এক গোল খেয়ে বায়ার্ন জেতায় প্রচুর টাকা গুনাগার দিতে হয়েছে বুকিদের। কারণ তারা আশা করেনি বায়ার্ন গোল খেয়ে জিতবে।

First Published: Monday, May 27, 2013, 20:08


comments powered by Disqus