Last Updated: February 27, 2014 13:53

ট্রেনে মাদক খাইয়ে লুঠ করে নেওয়া হল এক যাত্রীর টাকা-মোবাইল-ব্যাগ। ওড়িশা থেকে বিহারের বাড়িতে ফিরছিলেন ওই যুবক। ট্রেনে অপরিচিত আরেক যুবক তাঁর সঙ্গে বন্ধুত্ব করে কলা এবং বিস্কুট খেতে দেয়। এরপরই তিনি অচৈতন্য হয়ে পড়েন।
ওই যুবকের কাছে থাকা প্রায় সাড়ে ১২ হাজার টাকা, মোবাইল, ও দুটি ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। আজ সকালে হাওড়াগামী ডাউন মেদিনীপুর লোকাল থেকে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে রেল পুলিস। স্টেশনে প্রাথমিক চিকিত্সার পর তাঁকে উলুবেড়িয়া হাসপাতালে পাঠানো হয়। তিনি কোন ট্রেনে যাচ্ছিলেন কিংবা কীভাবে মেদিনীপুর লোকালে উঠলেন, সে সম্পর্কে কোনকিছুই জানাতে পারেননি ওই যুবক। নিজের নাম জানিয়েছেন রামকুমার।
First Published: Thursday, February 27, 2014, 13:58