পৃথক রাজ্যের দাবিতে সোচ্চার বরোল্যান্ড, প্রভাব উত্তরবঙ্গের ট্রেন চলাচলে

পৃথক রাজ্যের দাবিতে সোচ্চার বরোল্যান্ড, প্রভাব উত্তরবঙ্গের ট্রেন চলাচলে

পৃথক রাজ্যের দাবিতে সোচ্চার বরোল্যান্ড, প্রভাব উত্তরবঙ্গের ট্রেন চলাচলে পৃথক রাজ্যের দাবিতে অশান্ত অসম। বরোল্যান্ডের দাবিতে আন্দোলন শুরু হয়েছে সেখানে। বড়ো ছাত্র সংগঠনের ডাকে আজ বারো ঘণ্টার রেল রোকোতে কার্যত স্তব্ধ অসমে ট্রেন চলাচল। সকাল থেকেই অসমের কোকরাঝাড়ে রেল লাইনের ওপর বসে পড়েন কয়েক হাজার ছাত্র। পৃথক রাজ্যের দাবিতে সোচ্চার তাঁরা। এই কোকরাঝাড়েই বড়ো টেরিটোরিয়াল কাউন্সিলের সদর দফতর। বছর দশেক আগে বোরোদের হাতে স্বায়ত্ত্বশাসন দেওয়ার উদ্দেশ্যে বোরো টেরিটোরিয়াল কাউন্সিল গঠন করা হয়। কংগ্রেস ওয়ার্কিং কমিটি পৃথক তেলেঙ্গানায় ছাড়পত্র দেওয়ার পর থেকে উত্তাল হয়ে উঠেছে অসম। গত তিনদিনে একাধিকবার পুলিসের সঙ্গে সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের। পুলিসের গুলিতে নিহত হন একজন আন্দোলনকারী।

বরোল্যান্ডের দাবিতে বারো ঘণ্টার অসম বনধের জেরে ব্যাহত হল উত্তরবঙ্গের ট্রেন চলাচল। উত্তরবঙ্গের ওপর দিয়ে অসমগামী বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে যায় বিভিন্ন স্টেশনে।   অসমগামী সরাইঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে যায়  নিউআলিপুরদুয়ারে, গুয়াহাটিগামী দাদার এবং কামরূপ এক্সপ্রেস দাঁড়িয়ে যায় নিউকোচবিহারে, সম্পক্রান্তি এবং কর্মভূমি এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে আলিপুরদুয়ার জংশনে। গুয়াহাটিগামী রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে যায় ধুপগুড়ি স্টেশনে। এতগুলি ট্রেন দাঁড়িয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। আটকে পড়া যাত্রীদের জন্য খাবার, পানীয় জলের ব্যবস্থা রেল কর্তৃপক্ষ করেনি বলে অভিযোগ। অবশেষে অসমে বনধ উঠলে সন্ধের দিকে স্বাভাবিক হয় উত্তরবঙ্গের ট্রেন পরিষেবা।    

First Published: Friday, August 2, 2013, 21:48


comments powered by Disqus