Last Updated: August 26, 2012 23:03

বিগত কয়েক বছর ধরেই অনবদ্য ভাবনার পরিচয় দিয়েছে বোসপুকুর শীতলা মন্দিরের পুজো। প্রত্যেকবারই থিমের চমক থাকে এই পুজোয়। ব্যতিক্রম হয়নি এবারও। বোসপুকুর শীতলা মন্দিরের পুজোর থিমে এবার টানা রিক্সা।
এই থিমেই এবার শহরের অন্য পুজো গুলিকে টেক্কা দিতে তৈরী হচ্ছে বোসপুকুর। মণ্ডপ তৈরী হচ্ছে টানা রিক্সার আদলে। দেবী প্রতিমার সনাতনী রূপই বজায় থাকছে। মণ্ডপের কাজ সবে মাত্র শুরু হয়েছে। রাস্তার হোর্ডিংয়ে লেখা বোসপুকুরে রহস্য। রবিবার সেই রহস্য ভেদ করলেন শিল্পী নিজে। প্রায় ১০০ খানা টানা রিক্সায় সেজে উঠবে বোসপুকুর শীতলা মন্দিরের মণ্ডপ। শক্তির উত্স হিসাবে থাকছে চাকা। মণ্ডপ তৈরী হচ্ছে টানা রিক্সার আদলে।
সভ্যতার শুরুতে গাড়ি টানার কাজে লাগান হত পশুকে। আর আজ একবিংশ শতাব্দীতেও মানুষ টেনে নিয়ে যায় হাত রিক্সা। মুলত এই বিষয়কে অবলম্বন করেই সেজে উঠছে বোসপুকুরের মণ্ডপ
First Published: Sunday, August 26, 2012, 23:03