Last Updated: November 30, 2012 20:25

ফিফা বর্ষসেরা কোচের সম্মান পেপ গুয়ার্দিওলার প্রাপ্য। এমনটাই মনে করেন স্পেনের কোচ ভিনসেন্ট দেল বস্কে। পেপকে জেতাতে তিনি ভোটও দিয়েছেন বলে জানিয়েছেন দেল বস্কে।
তাঁর মতে বার্সেলোনার কোচ থাকাকালীন পেপ অসাধারণ কাজ করেছেন। সেই জন্য তিনি পেপকে ভোট দিয়েছেন। উল্লেখ্য ফিফা বর্ষসেরার কোচ হওয়ার দৌড়ে দেল বস্কেও আছেন। এইদুজন ছাড়া রিয়াল মাদ্রিদের কোচ হোসে মোরিনহোও বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে আছেন।
First Published: Friday, November 30, 2012, 20:25