Last Updated: October 24, 2011 16:33

ইডেনে ইংল্যান্ড দলকে হোয়াইট ওয়াশ করার সুযোগ থাকছে ভারতের সামনে। ধোনি নিজে বদলার কথা না বললেও, প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ইয়ান বোথাম মনে করছেন, মঙ্গলবার ধোনিরা বদলার মেজাজেই মাঠে নামবেন। সিনিয়ারদের অনুপস্থিতিতে চলতি সিরিজে ভারতের তরুণ ব্রিগেডের পারফরম্যান্সে উচ্ছ্বসিত বোথাম।
First Published: Monday, October 24, 2011, 16:33