ভারতীয় ক্রিকেটে বোলিং পুল

ভারতীয় ক্রিকেটে বোলিং পুল

ভারতীয় ক্রিকেটে বোলিং পুলজাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে এখন আর যুক্ত নন অনিল কুম্বলে। তাঁর কথা শোনা হচ্ছে না বলে পদত্যাগ করেছেন তিনি। কিন্তু তাঁরই দেওয়া একটি পরামর্শকে কাজে লাগাতে উদ্যোগী হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে পঁচিশজন প্রতিশ্রুতিমান বোলারের একটি পুল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা বছর বোলার ব্যাঙ্ক থাকবে এনসিএর নজরদারিতে। ইতিমধ্যেই বোর্ডের পক্ষ থেকে এনসিএকে বোলারদের সুচি পাঠানোর আবেদন জানানো হয়েছে।

বোলারদের পুল থাকলে সিরিজ চলাকালীন কোন বোলার চোট পেলে তাঁর পরিবর্ত পাঠাতে কোনও অসুবিধা হবে না বলে বোর্ডের দাবি।

First Published: Friday, December 23, 2011, 21:35


comments powered by Disqus