পরিণীতির হাসিতে ফাসছে বক্স অফিস

পরিণীতির হাসিতে ফাসছে বক্স অফিস

পরিণীতির হাসিতে ফাসছে বক্স অফিস -----------------------------------------------------
পরিণীতি চোপড়া-সিদ্ধার্থ মালহোত্রার সিনেমা `হাসি তো ফাসি` (`Hasee Toh Phasee` ) বেশ ভালই ব্যবসা করছে। বিনি মাথুর পরিচালিত এই সিনেমা মুক্তির দু দিনের মধ্যে প্রায় ১১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। সবচেয়ে বড় কথা মুক্তি পাওয়ার পর দিন লোক হলে বেশী ভিড় করছে। তার মানে দাঁড়ায় প্রচারের থেকেও সিনেমা ভাল হওয়ায় লোকের ভিড় বাড়ছে। আজ রবিবার এই সিনেমা কেমন ব্যবসা করে তার ওপর অনেক কিছু নির্ভর করছে।

যদিও এখন থেকেই পরিণীতি চোপড়া-সিদ্ধার্থ মালহোত্রার রোমান্টি কমেডি এই সিনেমাটি হিট অ্যাখা পেয়ে গিয়েছে। তবে আগামী কটা দিন ঠিক করে দেবে এই হিট তকমা থেকে সুপারহিট হতে পারে কিনা এই সিনেমা। মাত্র মাত্র ২৫ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে ‘হাসি তো ফাঁসি’।

এই সিনেমায় পরিণীতি চোপড়া অভিয় করছেন পাগল-বৈজ্ঞানিকের ভূমিকায়। ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা।

মুক্তির দিন শুক্রবার 4.85 কোটি টাকার ব্যবসা করে। শনিবার ব্যবসা করে-৬.৪০ কোটি টাকা।

একই সঙ্গে কমেডি, নাটকীয়তা ও ত্রিভুজ ভালোবাসার গল্প ‘হাসি তো ফাঁসি’। ১৪১ মিনিটের এই সিনেমার আবহসঙ্গীত পরিচালনা করেছেন অমর মাঙ্গরুলকার। সঙ্গীত পরিচালনা করেছেন বলিউডের প্রথম সারির সঙ্গীত পরিচালক বিশাল-শেখর জুটি।

হাসি তো ফাসি-র কাছে প্রায় উড়ে যাচ্ছে একই দিনে মুক্তি পাওয়া হার্টলেস নামের অপর একটি সিনেমা।

First Published: Sunday, February 9, 2014, 11:59


comments powered by Disqus