বেড়াতে গিয়ে সলিল সমাধি যুবকের

বেড়াতে গিয়ে সলিল সমাধি যুবকের

বেড়াতে গিয়ে সলিল সমাধি যুবকের বকখালিতে বেড়াতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল এক যুবক। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে।

গতকাল সল্টলেকের ন্যাশনাল হোমিওপ্যাথী কলেজের ১১ জন ছাত্রছাত্রীর একটি গ্রুপ বকখালি যায়। একটি বেসরকারি হোটেলে ওঠে তারা। রবিবার বিকেলে সমুদ্রে স্নান করতে নামে তারা। তখনই ভাটার টানে তলিয়ে যায় দীপরাজ ছেত্রী নামে বছর একুশের যুবকটি। বাকিদের ফ্রেজারগঞ্জ থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

First Published: Sunday, February 5, 2012, 21:50


comments powered by Disqus