Last Updated: February 13, 2013 19:45

ধর্ষণ রুখতে মেয়েদের রাতে বেরনো উচিত কি না সেই নিয়ে বিতর্ক হয়েছে প্রচুর। এবার আসল উপায়টা বাতলে দিলেন অভিনেত্রী প্রাচি দেশাই। তাঁর মতে, রাত নটার পর ছেলেদের ঘরে তালাবন্ধ করে রাখা উচিত।
প্রাচি মনে করেন দেশে ধর্ষণ রুখতে শিক্ষার একটা বড় ভূমিকা রয়েছ। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে প্রাচি বলেন, "শিক্ষা এবং কোনও মানুষ ছোটবেলা থেকে কোন পরিবেশে বেড়ে উঠছে ধর্ষণে তার একটা বড় ভূমিকা রয়েছে। আমার মনে হয় এই বিষয়ে মেয়েদর ওপর যত বেশি বাধ্য বাধকতা তৈরি করা হবে, ধর্ষণের প্রবৃত্তিও তত বাড়বে। আমার আশ্চর্য লাগে যে শাস্তি হবে জেনেও মানুষ ধর্ষণ করে। মানুষ এতটা নৃশংস কী করে হয়ে ওঠে যে তারা মানবিকতাই ভুলে যায়! আমার মনে হয় না সুশিক্ষিত কোনও মানুষ কখনও এরকম আচরণ করবে। দেশের সকল মানুষের শিক্ষিত হওয়া খুব জরুরি"।
সবশেষে প্রাচি বলেন, "মেয়েরা যখন বাড়ির বাইরে বেরোয় তখন আমাদের দেশে তাদের যেভাবে দেখা হয়, বিদেশে সেভাবে দেখ হয় না। আমার মনে হয় মেয়েদের নয়, ছেলেদের রাত ৯ টার পর ঘরে আটকে রাখা উচিত যতক্ষণ না তারা ভাল মানুষ হওয়ার প্রতিজ্ঞা করছে"।
First Published: Wednesday, February 13, 2013, 19:45