লন্ডনে বিয়ে ব্র্যাঞ্জেলিনার

লন্ডনে বিয়ে ব্র্যাঞ্জেলিনার

লন্ডনে বিয়ে ব্র্যাঞ্জেলিনারবিয়ে করছেন ব্রাঞ্জেলিনা। লন্ডনের উইন্ডসরে খুবই সংক্ষিপ্ত পারিবারিক পরিসরেই ব্র্যাড পিট-জোলির বিয়ে সাড়ার কথা। তবে বিয়ের পরেই দক্ষিণ ফ্রান্সে তঁদের নিজস্ব এস্টেট শ্যাতো মিরাভালে ছুটি কাটাতে যাবেন।

ব্রিটিশ দৈনিক ডেইলি স্টার সূত্রে খবর, বিয়ের পার্টিতে উপস্থিত থাকবেন তাঁদের সন্তানেরা এবং ঘনিষ্ট বন্ধু বান্ধব। তাঁদের আগে উইন্ডসরে বিয়ে করেছেন যুবরাজ চার্লস-ক্যামিলা, এলটন জন-ডেভিড ফার্নিস।

ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি আপাতত `দ্য কাউন্সেলর`এ একই সঙ্গে কাজ করছেন। এই ছবির শ্যুটিং-এর কাজ ব্রিটেনেই হওয়ার জন্যই উইন্ডসরে বিয়ে করার পরিকল্পনা করেছেন তাঁরা। তবে বিয়ের তারিখ ঠিক হয়নি এখনও।

যদিও তাঁদের দীর্ঘ সাত বছরের সম্পর্ক, এবছরেরই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তারপরেই, এপ্রিলে তাঁদের এঙ্গেজমেন্ট হয়।





First Published: Thursday, July 5, 2012, 16:58


comments powered by Disqus