টেট-এর আগুনে ব্রাত্যর কুশপুতুল দাহ করল কংগ্রেস, দাবি সিবিআই তদন্তের

টেট-এর আগুনে ব্রাত্যর কুশপুতুল দাহ করল কংগ্রেস, দাবি সিবিআই তদন্তের

Tag:  Bratya basu effigy
টেট-এর আগুনে ব্রাত্যর কুশপুতুল দাহ করল কংগ্রেস, দাবি সিবিআই তদন্তেরবীরভূমে টেট পরীক্ষার দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুতুল দাহ করল কংগ্রেস। অবিলম্বে টেট পরীক্ষার দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তেরও দাবি করা হয়েছে।

আজ দুপুরে রামপুরহাটে বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বীরভূম জেলা কংগ্রেস। কংগ্রেসের দাবি অবিলম্বে টেট পরীক্ষায় উত্তীর্ণ ছেলেমেয়েদের তালিকা নাম ও রোল নম্বর সহ সংবাদ মাধ্যমে প্রকাশ করতে হবে। এই মিছিলের শেষে কুশপুতুল দাহ করা হয় শিক্ষামন্ত্রীর।

জেলা তৃণমূল অবশ্য এই বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ। তৃণমূল বলছে, জেলায় নিজেদের অস্তিত্ব প্রমাণ করতেই এইসব গিমিকের আশ্রয় নিচ্ছে।

First Published: Monday, December 16, 2013, 23:20


comments powered by Disqus