Last Updated: June 27, 2013 09:21

ব্রাজিল (২) উরুগুয়ে (১)
সব সংশয় ঝেড়ে ফেলে কনফেডারেশন কাপের ফাইনালে উঠে গেল ব্রাজিল। সেমিফাইনালে ম্যাচের একেবারে শেষ দিকে পাউলোনিহোর গোল লুই ফিলিপ স্কোলারির দলকে বিশ্বকাপের মহড়া প্রতিযোগিতায় চূড়ান্ত খেতাবি লড়াইয়ে তুলে দিল। তবে ব্রাজিলকে জিততে বেশ বেগ পেতে হল। উরুগুয়ের তারকা ফুটবলার দিয়েগো ফোরলান পেনাল্টি মিস না করলে ম্যাচের ফলাফল কী হত বলা কঠিন।
ম্যাচের ৪১ মিনিটে ফ্রেডের গোলে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের তিন মিনিটে কাভানির গোলে সমতায় ফেরে উরুগুয়ে। এরপর দু দলই কিছুটা সাবধানী ফুটবল খেলতে শুরু করে। ম্যাচের ৭০ মিনিট থেকে জয়ের একটা অতিরক্ত তাগিদ দেখা যায় নেইমারদের খেলায়। অবশ্য মাঝমাঠের দখলে উরুগুয়ে কিছুটা এগিয়ে ছিল। ম্যাচের ৮৬ মিনিটে নেইমারের কর্নার থেকে জয়সূচক গোলটি করেন পাউলিনহো।
ম্যাচের ১৪ মিনিটে দিয়েগো লুগানোকে অবৈধভাবে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় উরুগুয়ে। কিন্তু বহু যুদ্ধের নায়ক ফোরলান সেই পেনাল্টি মিস করেন। ম্যাচের পর উরুগুয়ের কোচ তাবারেজের তাই আফশোস, ``ইস ফোরলান যদি গোলটা করে দিত তাহলে ওদের আমরা হারিয়ে দিতাম।``
যাই হোক সেসব কিছু ঘটল না প্রতিযোগিতা শুরুর আগে যাদের নিয়ে সমালোচনার ঝড় বইছিল, সেই সাম্বার দেশ দেখিয়ে দিল আসল সময়ে তার ঠিক ছন্দে ফেরে।
কনফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ স্পেন বনাম ইতালি। ইউরোপের সুপার পাওয়ার এই দুই দেশের লড়াই নিয়ে বেশ সরগরম ফুটবল বিশ্ব। বালোতেলিকে ছাড়াই এই মুহূর্তে ফুটবলের সবচেয়ে সফল দেশের বিরুদ্ধে খেলতে নামছে ইতালি। তবে এরপরও ডিফেন্সের কারিগুরিতে স্পেনকে হারাতে মরিয়া চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, সব ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠা স্পেন আজ শুরুতেই গোল করে জয় নিশ্চিত করতে চায়।
First Published: Thursday, June 27, 2013, 11:16