Last Updated: August 31, 2013 20:02

দুর্নীতি আর আর্থিক বৈষম্যের প্রতিবাদে ফের পথে নামলেন ব্রাজিলবাসী। সাও পাওলো, রিও ডি জেনেইরো, পোর্তে অ্যালগ্রে, বেলো হোরাইজেন্তোর মতো শহরগুলি উত্তাল নাগরিক প্রতিরোধে। গতকাল রাতে সাও পাওলোর রাস্তায় বের হয় এক বিশাল প্রতিবাদ মিছিল। মিছিল থেকে প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অপসারণের স্লোগান উঠেছে। সেই স্লোগান শোনা গেছে দেশের অন্যত্রও।
শহরে শহরে আক্রান্ত হয়েছে ব্যাঙ্ক, টেলিভিশনের অফিস, সরকারি কার্যালয়গুলি। ছাড় পায়নি পরিবহণের মাধ্যমগুলিও। ব্রাজিলবাসীর অভিযোগ, দেশের শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহণ ব্যবস্থার মান তলানিতে। মূল্যবৃদ্ধিতে নাজেহাল মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত। এই অবস্থায় কোটি কোটি ডলার খরচ করে তৈরি হচ্ছে বিশ্বমানের একাধিক স্টেডিয়াম। দেশের মানুষকে বঞ্চিত করেই তৈরি হচ্ছে ফুটবল বিশ্বকাপের পরিকাঠামো। জুনমাসে কনফেডারেশন কাপ চলার সময়েও একইরকম প্রতিবাদের ঝড় উঠেছিল ব্রাজিল জুড়ে।
First Published: Saturday, August 31, 2013, 20:02