Brazil`s Neymar is fouled by Colombia`s Juan Zuniga during the World Cup quarterfinal soccer match

নেইমারকে আহত করায় প্রাণনাশের হুমকি জুয়ান জুনিগাকে

নেইমারকে আহত করায় প্রাণনাশের হুমকি জুয়ান জুনিগাকেনেইমারকে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ায় এবার প্রাণনাশের হুমকি পেলেন কলম্বিয়ার ফুটবলার জুয়ান জুনিগা। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছে বির্তকিত এই ফুটবলারকে নিয়ে। সব মিলিয়ে নেইমার ছিটকে যাওয়ার পর ব্রাজিলিয়ানদের কাছে ভিলেন নাম্বার ওয়ান জুনিগা।

ব্রাজিলের ওয়ান্ডার বয় নেইমারকে কড়া ট্যাকেল করার জের। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এবার প্রাণনাশের হুমকি পেলেন কলম্বিয়ার বিতর্কিত ফুটবলার জুয়ান জুনিগা। বিশ্বকাপ থেকে নেইমার ছিটকে যাওয়ার পর টুইটারে ঝড় বয়ে যাচ্ছে। ব্রাজিলিয়ানদের তোপের মুখে জুনিগা। প্রাণনাশের পাশাপাশি বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের মুখে পড়েছেন ক্লাব ফুটবলে নাপোলিতে খেলা এই ডিফেন্ডারটি। জুনিগাকে বিশ্বফুটবলের সবচেয়ে বড় ভিলেন বলে আখ্যা দেওয়া হয়েছে। এমনকি জুনিগাকে দানব বলতেও ছাড়ছেন না ব্রাজিলিয়ানরা। স্কোলারির দলের সেরা তারকা নেইমার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর অবশ্য দুঃখপ্রকাশ করেছিলেন জুনিগা। নেইমারকে তিনি কখনোই আহত করতে চাননি বলে জানান তিনি।

First Published: Sunday, July 6, 2014, 10:30


comments powered by Disqus