Last Updated: June 30, 2013 10:56

মারাকানায় মহারণ। কনফেড কাপের ফাইনালে ব্রাজিল আর স্পেনের স্বপ্নের ফাইনাল ঘিরে উত্তেজনায় ফুটছে ফুটবল বিশ্ব। ইউরো কাপ, বিশ্বকাপের পর ফুটবলের বড় মঞ্চে আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ দেল বস্কের দলের সামনে। অন্যদিকে তিকিতাকা ফুটবলের সোনার দৌড় থামিয়ে দিয়ে বিশ্ব ফুটবল ফের একবার সাম্বা ফুটবলের প্রত্যাবর্তনের হাতছানি নেইমারদের সামনে।
গত পাঁচ বছরে স্প্যানিশ আর্মাডার দুরন্ত পারফরম্যান্সের পাশে ব্রাজিলের পারফরম্যান্স অতি সাদামাটা। টানা ২৯ ম্যাচে অপরাজিত জ্যাভি,ইনিয়েস্তাররা। সোমবার ভোরে অবশ্য বিশ্বসেরাদের বিরুদ্ধে নতুন ইতিহাস গড়তে চান নেইমার,অস্কার,ফ্রেডদের মত ব্রাজিলের তরুণরা। মেগা ফাইনালে মাঠে নামার আগে ব্রাজিলকে তাতাচ্ছে ১৯৫০ বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে ব্রাজিলের বড় ব্যবধানে জয়। ৬৩ বছর আগে ঐতিহাসিক মারাকানায় ৬-১ গোলে স্প্যানিশ আর্মাডাকে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। শুধু সেই ম্যাচই নয়। পরিংখ্যানেও স্পেনকে টেক্কা দিচ্ছে ব্রাজিল।
আটবারের মধ্যে চারবারই জিতেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুবার জিতেছে স্পেন। দুদলই কোনও চোট আঘাত নেই। তাই সেরা একাদশই মাঠে নামাতে পারবেন দেল বস্কে আর স্কোলারি। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন,মারাকানায় ম্যাচ হলেও এগিয়ে থাকবে স্পেনই। ম্যাচ জেতার জন্য একজন কোচের যা যা দরকার হতে পারে,সবই আছে বর্তমান স্পেন দলে। ব্রাজিল বধে দেল বস্কে স্ট্র্যাটেজি হতে পারে ৪-৩-৩ ছকই। জ্যাভি, ইনিয়েস্তা, ফ্যাব্রেগাসদের পাসিং ফুটবলকে আটকাতে বাড়তি একজন মিডফিল্ডারকে খেলাতে পারেন স্কোলারি।
কাগজে কলমে কিছুটা পিছিয়ে শুরু করলেও, বিশ্বচ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে মরিয়া অস্কার-রা। স্পেনকে হারানোর কঠিন চ্যালেঞ্জে ব্রাজিলিয়ানদের স্বপ্ন দেখাচ্ছেন নেইমার। বড় মঞ্চে নেইমারের এটাই প্রথম পরীক্ষা। মেগা ফাইনালে গোল করতে মরিয়া বিশ্বফুটবলের নতুন সেনসেশন। ইউরো কাপ বিশ্বকাপের পর প্রথমবার কনফেড কাপ জিতে বিশ্বফুটবলে স্প্যানিশ আর্মাডার তাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখবে। না তিকিতাকা উড়িয়ে দিয়ে নতুন ইতিহাস গড়বেন ব্রাজিলের তরুণ তুর্কিরা। সোমবারের ভোর রাতে মারাকানার মহারণে তারই উত্তর দিয়ে যাবে।
First Published: Sunday, June 30, 2013, 10:56