মোদী ঝড়ের আশায় সাজছে ময়দান

মোদী ঝড়ের আশায় সাজছে ময়দান

Tag:  Modi brigade BJP
মোদী ঝড়ের আশায় সাজছে ময়দান কলকাতায় মোদী ঝড়ের আশায় বিজেপি। নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ ঘিরেই তাই এখন সাজো সাজো রব রাজ্য বিজেপি শিবিরে। সেজে উঠেছে ব্রিগেড ময়দানও। লোকসভার আগে কলকাতায় এসে কী বলবেন মোদী?

বুধবারের ব্রিগেডে কত মানুষ আসবেন? এত লোক ! সত্যিই কি এরাজ্যে এতটাই শক্তিশালী বিজেপি? ব্রিগেডে মোদীকে দেখতে আসা মানুষদের কি শেষপর্যন্ত নিজেদের ভোটারে পরিণত করতে পারবেন রাজ্য বিজেপি?

তৃণমূল কংগ্রেসের হাত ছাড়ার পর এরাজ্যে বিজেপি আর তেমন কোনও দাগ কাটতে পারেনি। তবে ভোটকাটাকাটির খেলায় বিজেপির ভোটব্যাঙ্ককে সমঝে চলতে হয়েছে বাকিদের। ব্রিগেডের মোদী ঝড়ে সেই সমীকরণই আমূল পাল্টে যাবে বলে দাবি রাজ্য বিজেপির। ব্রিগেডে কী বলবেন নরেন্দ্র মোদী? এটা পরিষ্কার যে তাঁর নিশানায় থাকবে কংগ্রেস এবং বামেরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়? এর আগে যতবার নরেন্দ্র মোদী কলকাতায় এসেছেন একবারও তৃণমূল নেত্রীর সমালোচনা শোনা যায়নি তাঁর গলায়। এবার কি সেই নীরবতা ভাঙবেন?

হাওড়ার উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক। নরেন্দ্র মোদী কলকাতায় এসে প্রশংসাই করে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। এবার কোন পথে হাঁটবেন তিনি? সরকার গড়ার অঙ্ক কষে প্রাক্তন বন্ধুকে কি আদৌ চটাতে চাইবেন নরেন্দ্র মোদী?


First Published: Tuesday, February 4, 2014, 17:37


comments powered by Disqus