ভোগান্তির একশেষ-- যান অমিল-বাস নেই, মেট্রোয় পা রাখার জায়গা নেই, ট্রেনে ঢোকার উপায় নেই

ভোগান্তির একশেষ-- যান অমিল-বাস নেই, মেট্রোয় পা রাখার জায়গা নেই, ট্রেনে ঢোকার উপায় নেই

ভোগান্তির একশেষ-- যান অমিল-বাস নেই, মেট্রোয় পা রাখার জায়গা নেই, ট্রেনে ঢোকার উপায় নেইব্রিগেড সমাবেশের জেরে সমস্যায় নিত্যযাত্রীরা। সকাল থেকে শহরে বাস উধাও। বেশিরভাগ বাসই বুক করা হয়েছে ব্রিগেডের জন্য। হাতে গোনা যে কটি বাস চলছে যাত্রী সংখ্যার তুলনায় তা খুবই কম। বাস স্ট্যান্ডগুলিতে প্রচুর মানুষের ভিড়। সরকারি ও দুরপাল্লার বাসের সংখ্যাও খুবই কম। ফলে রীতিমত দুর্ভোগের স্বীকার নিত্যযাত্রীরা। কর্মস্থলে পৌঁছতে রীতিমত হিমশিম অবস্থা সবার।

ট্রেনে এত ভিড় যে ওঠা পর্যন্ত যাচ্ছে না। শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-বারুইপুর লোকালে তিলধারনের জায়গা নেই‍।

অন্যান্য কাজের দিনের তুলনায় মেট্রোতেও বেশ ভিড়। বেলা যত বাড়ছে, মেট্রোয় ভিড় তত বাড়ছে।

First Published: Thursday, January 30, 2014, 10:52


comments powered by Disqus