Last Updated: December 17, 2012 10:13

বাম সরকারের আমলে ত্রিপুরায় মহিলারা আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক দিক থেকে সুরক্ষিত। গতকাল আগরতলায় সর্বভারতীয় গণতান্ত্রিক মহিলা সমিতির সমাবেশে দাঁড়িয়ে এমনই দাবি করলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাটের। সমাবেশ থেকে ত্রিপুরায় সপ্তম বামফ্রন্ট গড়ে তোলার ডাক দেন তিনি। নির্বাচনী প্রচারে শনিবার ত্রিপুরার আগরতলার বিবেকানন্দ ময়দানে জনসভা থেকে রাজ্যের বাম সরকারের সমালোচনায় সরব হন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি। রবিবার সেই বিবেকানন্দ ময়দানে দাঁড়িয়েই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট।
সমাবেশে দাঁড়িয়েই বৃন্দা কারাটের দাবি, মহিলাদের সম্মান রক্ষার জন্য ত্রিপুরায় বাম সরকারের বিকল্প নেই।
বাম সরকার মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে একাধিক কর্মসূচি নিয়েছে বলে সমাবেশে জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
গণতান্ত্রিক মহিলা সমিতির সমাবেশে রবিবার ছিল মহিলাদের উপচে পড়া ভিড়। কেন্দ্রের এফডিআই নীতি সহ জনবিরোধী নীতির প্রতিবাদে সমাবেশে সরব হন উপস্থিত নেতা-নেত্রীরা।
First Published: Monday, December 17, 2012, 10:13