নমস্কার সরাসরি মহাকাশ থেকে বলছি...

নমস্কার সরাসরি মহাকাশ থেকে বলছি...

নমস্কার সরাসরি মহাকাশ থেকে বলছি...এই প্রথম কোন টিভি শো সরাসরি মহাকাশ থেকে দেখবে গোটা বিশ্ব। আন্তার্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করতে করতে সরাসরি একযোগে এই টিভি শো দেখানো হবে পৃথিবীর ১৭০টি দেশে।

'লাইভ টেলিকাস্ট ফ্রম স্পেস'- এই অভিনব টিভি শোয়ের আয়োজন করেছে ব্রিটেনের চ্যানেল ফোর-নামে এক টিভি চ্যানেল। ভারত সহ বিশ্বের বেশিরভাগ দেশে এই অনুষ্ঠান দেখা যাবে ন্যাশনল জিওগ্রাফিক চ্যানেলের মাধ্যমে।

অনুষ্ঠানে দেখানো হবে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে দিন কেমন করে কাটে মহাকাশচারীদের, সারাদিন কী কী কাজই বা করা হয়। এরপর এইচি ডি কোয়ালিটি ছবিতে কক্ষপথ থেকে পৃথিবীর বিভিন্ন ছবি দেখানো হবে।

শো-এর হোস্ট হবেন ব্রিটেনের দ্য এক্স ফ্যাক্টর খ্যাত ডারমট ওল্যারি। তিনিও এই শো নিয়ে খুবই উচ্ছ্বসিত। লাইভ এই শো -টা করার জন্য আমি মুখিয়ে আছি। আর অপেক্ষা করতে পারছি না।

First Published: Saturday, January 11, 2014, 16:31


comments powered by Disqus