Last Updated: September 25, 2013 13:30

দাঁড় টানা নৌকায় প্রশান্ত মহাসাগর পেরনোর বিরল নজির স্থাপন করলেন ব্রিটিশ তরুণী সারা আউটেন। জাপান থেকে যাত্রা শুরু করেছিলেন। ঝড়ঝাপটা সামলে সোমবার আলাস্কা পৌঁছলেন তিনি।
লন্ডন থেকে যাত্রা শুরু করে লন্ডনে ফিরে যাওয়া। বিমানে নয়, গাড়িতে নয়। পুরোপুরি মানবিক ক্ষমতায়। কখনও সাইকেলে, কখনও বা রোয়িং করে। সারা আউটেনের পরিকল্পনার পোশাকি নাম `লন্ডন টু লন্ডন।` এই অ্যাডভেঞ্চারের একটা ধাপ তিনি পেরিয়েছেন সোমবার। রোয়িং করে প্রশান্ত মহাসাগর পেরিয়ে। এর আগে ২০১০-১২ সালে একবার চেষ্টা করেছিলেন। কিন্তু, সামুদ্রিক ঝঞ্ঝায় সেবার তাঁর বোটটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছিল। জাপানের উপকূলরক্ষীরা তাঁকে উদ্ধার করেছিলেন। এবছর নতুন বোট নিয়ে ফের অ্যাডভেঞ্চারে ঝাঁপিয়ে পড়েন সারা। এবার তিনি সফল। সোমবার আলাস্কার আদাকে পৌঁছেছেন তিনি। যদিও যাত্রা এখনও অসমাপ্ত। এরপর লন্ডনে ফেরার জন্য ফের একবার নৌকা ভাসাবেন সারা। তবেই শেষ হবে তাঁর বিশ্বভ্রমণ। দুহাজার নয় সালে রোয়িং করে ভারত মহাসাগর পেরিয়ে ইতিমধ্যেউ গিনিস বুকে নাম তুলে ফেলেছেন এই ব্রিটিশ তরুণী।
First Published: Wednesday, September 25, 2013, 13:30