Last Updated: September 27, 2011 16:09

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে ছয় দিনব্যাপী এক বৈঠক সোমবার ঢাকায় শুরু হয়েছে।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেনের সাথে এই বৈঠকে যোগ দেয়ার জন্য বিএসএফ মহাপরিচালক রমণ শ্রীবাস্তব ২১ সদস্যের এক প্রতিনিধি দল নিয়ে রোববার বিকেলে ঢা্কায় এসে পৌঁছেছেন।
চলতি মাসের গোড়াতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ঢাকা সফরের পর দু`দেশের সীমান্তরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রথম এই বৈঠকটি বেশ গুরুত্বপূর্ন বলে কর্মকর্তারা মনে করছেন।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন বিবিসিকে জানিয়েছেন, সীমান্তে গুলিবর্ষন, অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশীদের অপহরণ, মাদক চোরাচালান রোধসহ নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।
First Published: Tuesday, September 27, 2011, 16:09