Last Updated: January 27, 2012 22:15

নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক বিএসএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলায়। মৃত অশোক কুমার কানপুরের বাসিন্দা। বেশকিছু দিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতের পরিবারকে খবর পাঠানো হয়েছে।
শুক্রবার মালদহের বামনগোলার আদাডাঙা এলাকায় বিএসএফ ক্যাম্প থেকে এক জওয়ানের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। অশোক কুমার নামে এই জওয়ান ৬৯ নম্বর ব্যাটেলিয়ানের সদস্য ছিলেন। বৃহস্পতিবার রাতে ডিউটি করার সময় তিনি নিজের রাইফেল থেকেই গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। শুক্রবার সকালে তাঁর সহকর্মীরা এসে অশোকবাবুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় পুলিসকে। মৃত জওয়ান উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা ছিলেন। মানসিক অবসাদে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিস।
First Published: Friday, January 27, 2012, 22:15